আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
The ‘Ad (people) rejected the apostles.
كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ
Kaththabat AAadun almursaleena
YUSUFALI: The ‘Ad (people) rejected the messengers.
PICKTHAL: (The tribe of) A’ad denied the messengers (of Allah).
SHAKIR: Ad gave the lie to the messengers.
KHALIFA: `Aad disbelieved the messengers.
রুকু – ৭
১২৩। আ’দ [সম্প্রদায় ] রাসুলকে প্রত্যাখান করেছিলো ৩১৯৪।
৩১৯৪। আ’দ সম্প্রদায়ের বিশদ বর্ণনার জন্য দেখুন আয়াত [ ৭ : ৬৫ ] এবং টিকা ১০৪০। এই সূরাতে গুরুত্ব আরোপ করা হয়েছে তাদের যে বৈশিষ্ট্যের উপরে তা হচ্ছে , আ’দ সম্প্রদায় পার্থিব বিষয়বস্তু ও পশু শক্তি ব্যতীত আর কিছুই বিশ্বাস করতো না। তারা মনে করতো যে তাদের সম্পদ ও দুর্ভেদ্য দুর্গ তাদের অনন্ত নিরাপত্তা দান করবে। কিন্তু তারা যখন আল্লাহ্র বাণীকে প্রত্যাখান করলো, তাদের এই জাগতিক সম্পদ ও নিরাপত্তা তাদের রক্ষা করতে পারলো না।