1 of 3

026.114

আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
“I am not one to drive away those who believe.

وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ
Wama ana bitaridi almu/mineena

YUSUFALI: “I am not one to drive away those who believe.
PICKTHAL: And I am not (here) to repulse believers.
SHAKIR: And I am not going to drive away the believers;
KHALIFA: “I will never dismiss the believers.

১১২। সে বলেছিলো, ” তারা কি করতো তার আমি কি জানি ?

১১৩। ” তাদের হিসাব রয়েছে শুধুমাত্র আমার প্রভুর কাছে, যদি তোমরা তা বুঝতে পারতে।

১১৪। ” যারা ঈমান এনেছে আমি তো তাদের তাড়িয়ে দিতে পারি না ৩১৯০।

১১৫। ” আমি তো প্রেরিত হয়েছি শুধুমাত্র প্রকাশ্য সর্তককারী হিসেবে।”

৩১৯০। দেখুন আয়াত [ ১১ : ২৯ ]। ধনী-গরীব, গুণী নির্গুণ সকলেই আল্লাহ্‌র বান্দা। যারা আল্লাহ্‌র বাণী শুনতে চায় পয়গম্বরদের দায়িত্ব হচ্ছে তাদের নিকট সেই অমিয় বাণীর ধারা পৌঁছে দেয়া। আল্লাহ্‌র বাণী শোনার অধিকার প্রতিটি মোমেন বান্দার। পার্থিব ধন-সম্পদ, মান-সম্মান, উচ্চ-নীচ বংশ, সমাজের হরিজন বা নীচু শ্রেণী, রাজপুরুষ বা উচু শ্রেণী এই বাণীর অধিকার সকলের সমান। সেই কারণে আল্লাহ্‌র পয়গম্বররা ধনী-গরীব, উচ্চ – নীচ সকলকে সমানভাবে আল্লাহ্‌র রাস্তায় আহ্বান করেন।