যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
Behold, their brother Noah said to them: “Will ye not fear ((Allah))?
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Ith qala lahum akhoohum noohun ala tattaqoona
YUSUFALI: Behold, their brother Noah said to them: “Will ye not fear (Allah)?
PICKTHAL: When their brother Noah said unto them: Will ye not ward off (evil)?
SHAKIR: When their brother Nuh said to them: Will you not guard (against evil)?
KHALIFA: Their brother Noah said to them, “Would you not be righteous?
রুকু – ৬
১০৫। নূহ্ এর সম্প্রদায়ের লোকেরা রাসুলকে প্রত্যাখান করেছিলো।
১০৬। স্মরণ কর ! তাদের ভাই নূহ্ তাদের বলেছিলো , ” তোমরা কি [আল্লাহ্কে ] ভয় করবে না ? ৩১৮৬
৩১৮৬। নূহ্ এর সম্প্রদায় আল্লাহ্র বিধানের প্রতি বিশ্বাস স্থাপনের পরিবর্তে পাপের পঙ্কে নিমজ্জিত ছিলো। তারা পূর্ববর্তী পয়গম্বরদের নিকট প্রেরিত আল্লাহ্র হুকুম সমূহ মিথ্যা জ্ঞানে অস্বীকার করে পাপের পঙ্কে নিমজ্জিত থাকতো। আল্লাহ্ নূহ্ কে প্রেরণ করেন তাদের সঠিক পথ প্রদর্শনের জন্য। নূহ্ ছিলেন তাদেরই সম্প্রদায়ের একজন [ তাদের ভাই ]। সুতারাং নূহ্ এর পূত পবিত্র জীবন, তাঁর স্বচ্ছ চারিত্রিক গুণাবলী তার সম্প্রদায়ের লোকেরা অবগত ছিলো [ যেমন ছিলো কোরেশরা হযরত মুহম্মদ [সা] এর চরিত্র সম্বন্ধে ]। আল্লাহ্র অন্যান্য পয়গম্বরদের ন্যায় নূহ্ এর অন্তঃকরণ ও চরিত্র ছিলো পূত পবিত্র, তাঁর বিশ্বস্ততা ও বিশ্বাসযোগ্যতা ছিলো প্রশ্নাতীত। এ রকম এক ব্যক্তি যখন আল্লাহ্র আনুগত্যের দিকে আহ্বান করে তখনও কি তারা তা গ্রহণ করবে না ? তবুও কি তারা ভ্রান্ত পথ ত্যাগ করে সুপথে আসবে না ?