কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
“But only he (will prosper) that brings to Allah a sound heart;
إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
Illa man ata Allaha biqalbin saleemin
YUSUFALI: “But only he (will prosper) that brings to Allah a sound heart;
PICKTHAL: Save him who bringeth unto Allah a whole heart.
SHAKIR: Except him who comes to Allah with a heart free (from evil).
KHALIFA: Only those who come to GOD with their whole heart (will be saved).
৮৯। ” শুধুমাত্র সে-ই হবে [ সফলকাম ] যে আল্লাহ্র নিকট নির্দোষ [ পবিত্র ] আত্মা নিয়ে উপস্থিত হবে।”
৯০। পূণ্যাত্মাদের জন্য বেহেশতকে নিকটবর্তী করা হবে , ৩১৮১
৩১৮১। যারা পৃথিবীতে পাপকে পরিহার করে পবিত্র জীবন যাপন করেছেন , শেষ বিচারের দিনে তাদের সম্মুখে বেহেশত ভাস্বর হবে, বেহেশতের শান্তি তারা অনুভব করবে আত্মার মাঝে। অপরপক্ষে , পাপীরা তাদের সম্মুখে দোযখের আগুন প্রত্যক্ষ করবে। এই পৃথিবীতেই দেখা যায় যে, পূণ্যাত্মা ও পাপীদের মানসিক অবস্থা উপরের বর্ণনার ন্যায়। এই পৃথিবীতেই পূণ্যাত্মারা তাদের আল্লাহ্র নূরে আলোকিত আত্মার মাঝে বেহেশতি শান্তির পরশ অনুভব করেন। অপরপক্ষে পাপীদের আল্লাহ্র নূর বঞ্চিত অন্ধকারচ্ছন্ন আত্মায় বিরাজ করে অস্থিরতা ,যন্ত্রণা , হতাশা , যা দোযখের আগুনের সমতুল্য।