1 of 3

026.061

যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
So they pursued them at sunrise.

فَلَمَّا تَرَاءى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ
Falamma taraa aljamAAani qala as-habu moosa inna lamudrakoona

YUSUFALI: And when the two bodies saw each other, the people of Moses said: “We are sure to be overtaken.”
PICKTHAL: And when the two hosts saw each other, those with Moses said: Lo! we are indeed caught.
SHAKIR: So when the two hosts saw each other, the companions of Musa cried out: Most surely we are being overtaken.
KHALIFA: When both parties saw each other, Moses’ people said, “We will be caught.”

৬১। সুতারাং সূর্যদয়কালে তারা তাদের পশ্চাদ্‌ধাবন করেছিলো ৩১৭০।

৩১৭০। আয়াত [ ৫৮ – ৬০ ] গুলির মাধ্যমে আল্লাহ্‌র সার্বজনীন ইচ্ছার প্রকাশ ঘটানো হয়েছে যা সাম্প্রতিক বিষয়বস্তুর সাথে সম্পর্কহীন। এই আয়াত [৬০ ] থেকে আবার পূর্বের কাহিনীর ধারাবাহিকতার বর্ণনা করা হয়েছে।