মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
Moses said to them: “Throw ye – that which ye are about to throw!”
قَالَ لَهُم مُّوسَى أَلْقُوا مَا أَنتُم مُّلْقُونَ
Qala lahum moosa alqoo ma antum mulqoona
YUSUFALI: Moses said to them: “Throw ye – that which ye are about to throw!”
PICKTHAL: Moses said unto them: Throw what ye are going to throw!
SHAKIR: Musa said to them: Cast what you are going to cast.
KHALIFA: Moses said to them “Throw what you are going to throw.”
৪২। সে বলেছিলো , ” হ্যাঁ অবশ্যই , [ অধিকন্তু ] সেক্ষেত্রে তোমাদের [ পদমর্যদা উন্নীত করা হবে ] আমার ঘনিষ্ঠদের শামিল করে। ”
৪৩। মুসা বলেছিলো , ” তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর।” ৩১৬২
৩১৬২। হযরত মুসার আহ্বান আপাতঃশ্রুতিমধুর হলেও আহ্বানটি ছিলো বিদ্রূপাত্মক । মুসা যেনো বলতে চেয়েছেন ; ” আমি তোমাদের প্রতারণার কলাকৌশল সম্বন্ধে সম্যক ওয়াকেবহাল। তোমরা ভান করছো যেনো তোমরা দড়ি ও লাঠি ছুড়বে ও জনসাধারণ দেখবে যে তা সাপে রূপান্তরিত হয়ে গেছে। এখন দেখা যাবে তোমাদের কেরামতি।”