যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
Behold, thy Lord called Moses: “Go to the people of iniquity,-
وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ
Wa-ith nada rabbuka moosa ani i/ti alqawma alththalimeena
YUSUFALI: Behold, thy Lord called Moses: “Go to the people of iniquity,-
PICKTHAL: And when thy Lord called Moses, saying: Go unto the wrongdoing folk,
SHAKIR: And when your Lord called out to Musa, saying: Go to the unjust people,
KHALIFA: Recall that your Lord called Moses: “Go to the transgressing people.
রুকু – ২
১০। দেখো, তোমার প্রভু মুসাকে ডেকে বলেছিলো , ” তুমি অন্যায়কারী সম্প্রদায়ের নিকট যাও – ৩১৪৪
১১। “ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি আল্লাহ্কে ভয় করবে না ? ”
৩১৪৪। মুসার কাহিনীর কিছু অংশ এই সূরাতে উল্লেখ করা হয়েছে। এই কাহিনীতে দেখানো হয়েছে যে, দায়িত্ব প্রাপ্তির পরে মুসা কিভাবে আত্মাবিশ্বাসের অভাববোধ করেছিলেন; কিভাবে আল্লাহ্ তাকে আশ্বস্ত করেন, কিভাবে তিনি আল্লাহ্র নিদর্শনসহ ফেরাউনের নিকট গমন করেন; কিভাবে ফেরাউন ও তার সভাসদরা তা প্রত্যাখান করে; কিভাবে আল্লাহ্র নিন্দা তাদের উপরে ভয়ের কারণরূপে নিপতিত হয়। এ সবের মাধ্যমে দেখানো হয়েছে সত্য শেষ পর্যন্ত জয়ী হবেই। অন্য কথায় দুষ্ট ও পাপীদের সত্যের আলো প্রত্যক্ষে যে প্রতিক্রিয়া হয় তাকেই এখানে তুলে ধরা হয়েছে। এর সাথে অনুভব করতে হবে ঘটনার প্রেক্ষিতে আল্লাহ্র দূতদের মানসিক অবস্থা।