অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি?
Have they not pondered over the Word (of Allâh, i.e. what is sent down to the Prophet SAW), or has there come to them what had not come to their fathers of old?
أَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ أَمْ جَاءهُم مَّا لَمْ يَأْتِ آبَاءهُمُ الْأَوَّلِينَ
Afalam yaddabbaroo alqawla am jaahum ma lam ya/ti abaahumu al-awwaleena
YUSUFALI: Do they not ponder over the Word (of Allah), or has anything (new) come to them that did not come to their fathers of old?
PICKTHAL: Have they not pondered the Word, or hath that come unto them which came not unto their fathers of old?
SHAKIR: Is it then that they do not ponder over what is said, or is it that there has come to them that which did not come to their fathers of old?
KHALIFA: Why do they not reflect upon this scripture? Do they not realize that they have received something never attained by their ancestors?
৬৮। তবে কি ওরা [আল্লাহ্র ] বাণী সম্বন্ধে চিন্তা করে না ? অথবা ,তাদের নিকট কি এমন কিছু [ নূতন ] এসেছে যা তাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই ? ২৯১৮
২৯১৮। এই আয়াতের মাধ্যমে আল্লাহ্ এক চিরন্তন সত্যকে উত্থাপন করেছেন। একটু গভীরভাবে চিন্তা করলেই সকলেই দেখতে পাবে যে আল্লাহ্র বাণীর মূল বক্তব্য সব যুগে একই আর তা নিবেদিত বিশ্ব মানবের কল্যাণের নিমিত্তে। হযরত আদম থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ্র প্রচারিত বাণীর কোনও পরিবর্তন ঘটে নাই – কারণ আল্লাহ্র মনোনীত ধর্ম সর্ব যুগেই হচ্ছে “ইসলাম” সকল যুগের জন্য ইসলাম আল্লাহ্র মনোনীত ধর্ম। তা কখনও পুরানো হয় না বা কখনও নূতন হয় না।