বাল্মীকির সহিত সীতার দেশে আগমন এবং শ্রীরাম কর্ত্তৃক সীতাকে পুনরায় পরীক্ষা দিতে বলায় সীতার ক্ষোভ
রথেতে চড়িয়া সীতা করিল গমন।
বাল্মীকির তপোবনে উঠিল ক্রন্দন।।
মুনিস্থান ছাড়ি যান জানকী-সুন্দরী।
যেই দেশে যান তিনি আলো সেই পুরী।।
নিজ দেশে অযোধ্যায় করিল গমন।
জয় জয় হুলাহুলি লক্ষ্মী আগমন।।
জগতের যত লোক অযোধ্যা-নগরে।
হেনকালে সীতা গেল সভার ভিতরে।।
ভূমিতে আছেন সীতা রথ হৈতে উলি।
রূপে পুরী আলো করে ঢাকিল বিজুলি।।
কি কব অন্যের কথা যত মুনিগণ।
দেখিয়া সীতার রূপ সবে অচেতন।।
শ্রীরাম-চরণ সীতা করেন বন্দন।
বাল্মীকি রামের প্রতি কহেন তখন।।
চ্যবনের পুত্র যে বাল্মীকি নাম ধরি।
মন দিয়া শুন রাম নিবেদন করি।।
বহু তপ করিলাম ত্যজি ভক্ষ্য পানি।
সীতার শরীরে পাপ আমি নাহি জানি।।
আমি জানি পাপ নাই সীতার শরীরে।
মহাসতী সীতা আমি জানিনূ অন্তরে।।
সীতা যে পরমা সতী জানে এ সংসার।
সীতার চরিত্রে রাম মম চমৎকার।।
পাপমতি নহে সীতা পরম পবিত্র।
ধ্যানে জানিলাম আমি সীতার চরিত্র।।
ঘরে লহ সীতায় কি করহ বিচার।
লব কুশ দুই পুত্র সীতার কুমার।।
আমার বচন রাম না করিহ আন।
দুই পুত্র লয়ে রাখ আপনার স্থান।।
এতেক বলিয়া মুনি কাঁপে বার বার।
শাপে পুড়ে মরে পাছে সকল সংসার।।
মুনি প্রতি শ্রীরাম কহেন যোড়হাতে।
সীতার চরিত্র আমি জানি ভালমতে।।
অগ্নিশুদ্ধা হইলেক দেব-বিদ্যমানে।
জানকীরে দেশে আনিলাম তেকারণে।।
আমি জানি সীতার শরীরে নাহি পাপ।
বিধির নির্ব্বন্ধ এই ঘটিল সন্তাপ।।
আর কিছু মহামুনি না বলিহ মোরে।
সীতার পরীক্ষা লব সভার ভিতরে।।
শ্রীরাম বলেন, সীতা শুন এ বচন।
দেখ ত্রিলোকের যে আইল সর্ব্বজন।।
প্রথম পরীক্ষা দিলে সাগরের পার।
দেবগণ জানে তাহা না জানে সংসার।।
পুনশ্চ পরীক্ষা দিবে সবাকার আগে।
দেখিয়া লোকের যেন চমৎকার লাগে।।
এত যদি শ্রীরাম বলিলেন সীতারে।
যোড়হাতে জানকী বলেন ধীরে ধীরে।।
কি কার্য্য আমার রঘুনাথ এ জীবনে।
প্রবেশ করিব অগ্নি তোমার বচনে।।
পরীক্ষা দিলাম পূর্ব্বে দেব-বিদ্যমানে।
দেবেরা বলিল যাহা শুনিলে আপনে।।
দেশেতে আনিলে প্রভু দিয়া যে আশ্বাস।
অকস্মাৎ মোরে কেন দিলে বনবাস।।
মহাদেবী হইয়া মুনির ঘরে বসি।
ফল মূল খাই আমি নিত্য উপবাসী।।
পতিকুলে পিতৃকুলে নাহি পাই স্থান।
অগ্নিতে পরীক্ষা লইয়া কর অপমান।।
ব্রহ্মা বলিলেন যত শুনিলে আপনি।
মৃত পিতা তোমা কত বুঝালে কাহিনী।।
সাক্ষাতে শুনিলে তুমি পিতার বচন।
তবে সে আমারে লৈয়া দেশে আগমন।।
কুলবধূ যত নারী সেই থাকে ঘরে।
সভাতে পরীক্ষা দিতে আসি বারে বারে।।
সর্ব্বগুণ ধর তুমি বিচারে পণ্ডিত।
বুঝিয়া পরীক্ষা নিতে হয়ত উচিত।।
অদেখা হইব প্রভু ঘুচাব জঞ্জাল।
সংসারের সাধ নাই যাইব পাতাল।।
আজি হৈতে ঘুচুক তোমার লাজ দুখ।
আর যেন নাহি দেখ জানকীর মুখ।।
নিরবধি অপবাদ দিতেছ আমারে।
সভায় পরীক্ষা দিতে আসি বারে বারে।।
জন্মে জন্মে প্রভু মোর তুমি হও পতি।
আর কোন জন্মে মোর করো না দুর্গতি।।
ইহা কহিলেন সীতা সভা-বিদ্যমানে।
মেলানি মাগিনু প্রভু তোমার চরণে।।