কৃতাঞ্জলি সুচিন্ততা, প্রার্থনা করেন সীতা,
শুনহ সকল দেবগণ।
যদি রাম গুণনিধি, স্বামী করি দেহ বিধি,
তবে হয় কামনা পূরণ।।
শুন দেব হুতাশন, আর শুন গজানন,
শুনহ আমার পরিহার।
মহেন্দ্র বরুণ কাল, শুন সবে দিক্পাল,
মহাদেব করহ নিস্তার।।
কাত্যায়নী ভগবতী, করযোড়ে করি স্তুতি,
পতি দেহ রাম গুণমণি।
তুমি শিব তুমি ধাতা, সকল দেবের মাতা,
বেদমাতা হরের ঘরণী।।
চণ্ড মুণ্ড আদি যত, বধিলা যে কত শত,
দেবগণে করিলা নিস্তার।
শ্রীরামেরে পতি দেহ, ঘুচাও মনের মোহ,
রাম বিনা গতি নাহি আর।।
কমঠ-কঠোর ধনু, শ্রীরাম কোমল তনু,
কেমনে তুলিবে শরাসন।
কত কত বীরগণে, না পারিল উত্তোলনে,
দারুণ পিতার এই পণ।।
সীতার এমন মন, বুঝিলেন দেবগণ,
আকাশে হৈল দৈববাণী।
শুন গো জনকসুতা, না হইও দুঃখ যুতা,
স্বামী তব রাম গুণমণি।।
ফুলের ধনুক প্রায়, হেলায় তুলিয়া তায়,
ভাঙ্গিবেন কৌশল্যা-নন্দন।
দেবতাগণের কথা, কভু না হইবে বৃথা,
এই কৃত্তিবাসের বচন।।