পাণ্ডব-আনয়নে বিদুরের প্রতি আদেশ
বিদুর কহিলেন, “হে মহারাজ! আপনার এই প্রেষণাতে অভিনন্দন করিতে পারি না, আপনি এরূপ অনুমতি করিবেন না; ইহাতে কুলক্ষয় ও সুহৃদ্ভেদ উভয়েরই সম্ভাবনা।” ধৃতরাষ্ট্র কহিলেন, “হে বিদুর! যদি দৈব প্রতিকূল না হয়, তবে কলহ আমাকে পরিতাপিত করিতে পারিবে না। এই জগৎ স্বতন্ত্র নহে, কেবল দৈবের বশবর্তী হইয়া চলিতেছেঃ অদ্য শীঘ্ৰ ইন্দ্ৰপ্ৰস্থে গমন করিয়া দুৰ্দ্ধৰ্ষ কুন্তীপুত্রকে আনয়ন কর।”