সৌতি বলে অবধান কর মুনিগণ।
এতেক শুনিয়া পরীক্ষিতের নন্দন।।
যোগমার্গ কথা শুনি সানন্দ হৃদয়।
পুনরপি জিজ্ঞাসিল করিয়া বিনয়।।
সে যোগমার্গের কথা ভীষ্মমুখে শুনি।
কোন্ কর্ম্ম করিলেন ধর্ম্ম নৃপমণি।।
কিরূপে করেন ভীষ্ম স্বর্গে আরোহণ।
শুনিবারে ইচ্ছা হয় ইহার কথন।।
মুনি বলে অবধান কর নরপতি।
অনন্তর গঙ্গাপুত্র ভীষ্ম মহামতি।।
যোগমার্গ ইতিহাস পুরাণের সার।
কহিলেন ধর্ম্মেরে করিয়া সুবিস্তার।।
পুনশ্চ বলেন শুন ধর্ম্মের নন্দন।
রাজা হয়ে রাজ্য কর হস্তিনা ভুবন।।
মহাযজ্ঞ করিয়া ভজহ দয়াময়।
জ্ঞাতিবধ পাপ আদি সব হবে ক্ষয়।।
মাঘমাস সীতাষ্টমী আজি শুভদিনে।
শরীর ছাড়িব আমি ভজি নারায়ণে।।
শুন কৃষ্ণ তব হস্তে করি সমর্পণ।
পঞ্চ ভাই দ্রৌপদীরে করিবা পালন।।
ইন্দ্রের ভবনে আমি করিব প্রস্থান।
এত বলি নিঃশব্দ হইল মতিমান।।
নিগুড় করিয়া ধ্যান যোগ চিত্তে ধরি।
করেন কৃষ্ণের স্তোত্র ভীষ্ম ভক্তি করি।।
নমো নমো নারায়ণ ব্রহ্ম সনাতন।
সংসারের হেতু রূপ দেব নারায়ণ।।
তুমি আদি তুমি মধ্য তুমি অন্তরূপ।
সকল জগত এই তব লোমকূপ।।
নমোনমঃ আদি অবতার মৎস্যকায়।
নমো নরসিংহ হিরণ্যাক্ষ বিদারয়।।
নমো কূর্ম্ম অবতার নমস্তে বামন।
নমো ভৃগুপতি ক্ষত্র কুলবিনাশক।।
নমো রাম অবতার রাবণনাশক।
নমো রাম অবতার রেবতী নায়ক।।
নমো কৃষ্ণ অবতার গোকুলবিহার।
নমো নমঃ সঙ্কর্ষণ দিব্য অবতার।।
নমো কল্কি অবতার ম্লেচ্ছবিনাশন।
নমো নমো জয় জয় আদি নারায়ণ।।
তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি দিবাকর।
আকাশ পাতাল তুমি দীর্ঘ কলেবর।।
আত্মারূপে চরাচর জীবে তব স্থিতি।
তব তত্ত্ব জানিবারে কাহার শকতি।।
এ ভব সংসারে পার কর নারায়ণ।
এত স্তুতি করি ভীষ্ম ধ্যানে দেন মন।।
মহাভারতের কথা অমৃতের ধার।
কাশীদাস দেব কহে রচিয়া পয়ার।।