সুন্দর বদন, জিনিয়া মদন,
চন্দ্রমার কলা, করে নানা খেলা,
ললাট জিনিয়া সুধাকরে।
তাহার উপরে, ঝলমল করে,
সিন্দুর নলকে, বিদ্যুৎ ঝলকে,
রচিত অরুণাস্বরে।।
কিবা সে কবরী, বান্ধে থরথরি,
তাহাতে সুন্দর, পুষ্প মনোহর,
তার মাঝে দোলে জটা।
কত কত ফণী, শিরে শোভে মণি,
অনন্ত যেমন, দেখিয়ে তেমন,
শিরে শোভা করে ঘটা।।
গলে রত্নমাল, দেখিয়া বিশাল,
সঙ্গে সহচরী, নাচে ফিরি ফিরি,
প্রেত-ভূতগণ যত।
সেবকের তরে, প্রতি ঘরে ঘরে,
যত ভূতগণ, আনন্দিত মন,
নভে ফিরে কত শত।।
সেবক রাখিয়া, বেড়ায় চাহিয়া,
লয়ে দলবল, দানব সকল,
খাইছে সিদ্ধির পাতা।
সেই দানাগণ, রক্ষে অনুক্ষণ,
সেবকের পুরী, রাখে ফিরি ফিরি,
ভাঙ্গয়ে দুষ্টের মাথা।।
কাশী কহে ভাই, আর নাহি চাই,
এই দানাগণ, পাই দরশন,
তবে নাহি ইহা পর।
যাঁর বশ গৌরী, আর ত্রিপুরারি,
দানা প্রেত ভূত, তাহাতে পূরিত,
হরগৌরী মাত্র সার।।