সেই বছর অর্থ্যাৎ নবুয়তের দশম বর্ষে শাওয়াল মাসে রসুলুল্লাহ (সাঃ) হযরত সাওদা্ বিনতে জাম’আ(রাঃ) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত সাওদা নবুয়তের প্রথম দিকেই মুসলমান হয়েছিলেন। দ্বিতীয় হিজরীতে তিনি হাবশায় হিজরতও করেছিলেন। তাঁর পুর্বের স্বামীর নাম ছিল চাকরান ইবনে আমর। তিনিও প্রথম দিকে মুসলমান হন। হযরত সাওদা (রা) তাঁর সঙ্গে হাবশায় হিজরত করেন। কিন্ত তিনি হাবশায় মতান্তরে মক্কায় ফিরার পথে ইন্তেকাল করেন। এরপর হযরত সাওদা (রা) ইদ্দত শেষ হওয়ার পর রসুলুল্লাহ (সাঃ) তাঁকে বিবাহের প্রস্তাব দেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত খাদিজা (রা) ইন্তেকালের পর তিনিই ছিলেন আল্লাহর রসুলের স্ত্রী। কয়েক বছর পর তিনি নিজের পালা হযরত আয়েশা (রা) কে হেবা করে দেন।