এতেক বলিল যদি বীর হনুমান।
পুনশ্চ অঙ্গদ বলে সবা-বিদ্যমান।।
পুনঃ পুনঃ বল তুমি পবন-নন্দন।
যে বল সে বল মোর অবশ্য মরণ।।
শ্রীরাম সুগ্রীব এরা কভু নহে ভাল।
নিশ্চয় জানিহ অঙ্গদের প্রাণ গেল।।
জ্যেষ্ঠ ভাই পিতৃ সম, মারিল হেলায়।
তার পুত্রে মারিবে সুগ্রীব, নহে দায়।।
দণ্ডবৎ জানাইও মায়ের চরণে।
প্রাণ ছাড়িবেন মাতা আমার কারণে।।
দোসর বানরগণ পরস্পর বন্দে।
অঙ্গদে বেড়িয়া সব বানরেরা কান্দে।।
অঙ্গদ কুমার বই আর নাহি গতি।
মরিব অঙ্গদ সঙ্গে করিল যুকতি।।
সকল বানর যুক্তি এই করি সার।
জীবনের আশা ছাড়ি ত্যজিল আহার।।
স্নান করি কপিগণ বৈসে পূর্ব্বমুখে।
উপবাস করিয়া রহিল মনোদুঃখে।।
মরিবারে বানর করিল উপবাস।
রচিল কিষ্কিন্ধ্যাকাণ্ড কবি কৃত্তিবাস।।