আবছা অন্ধকার একটি ঘরে কয়েকজন তরুণ গা ঘেষাঘেষি করে বসে আছে। তাদের সামনে একটি মনিটর। সেখানে আলোর কোনো বিচ্ছুরণ নেই। একজন নিচু গলায় বলল, নেটওয়ার্ক চালু হয়েছে?
না, চালু হয়নি।
আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি মনে মনে প্রার্থনা করছি যেন নেটওয়ার্ক চালু না হয়।
শুধু তুমি নয় এই প্রথমবার আমরা সবাই প্রার্থনা করছি যেন নেটওয়ার্ক চালু না হয়।
রবোমানবেরা নেটওয়ার্কটা দখল করে নিয়েছে, তুমি চিন্তা করতে পার সেটি কী ভয়ানক ব্যাপার?
না আমি চিন্তাও করতে পারি না।
একটা জিনিস লক্ষ করেছ?
কী জিনিস?
নেটওয়ার্কটা যদি চালু না হয় তাহলে রবোমানবেরা কিছু করতে পারবে।
আমরাও কিছু করতে পারব না।
কিন্তু আমরা অনেক, তারা মাত্র তিনজন। আমরা ইচ্ছে করলে তাদের আংগুল দিয়ে টিপে মেরে ফেলতে পারব।
তাদের হাতে অস্ত্র আছে।
আমরাও অস্ত্র জোগাড় করতে পারি।
কেমন করে? নেটওয়ার্ক বন্ধ-তুমি কিছুই জোগাড় করতে পারবেনা।
আমরা অস্ত্রাগারের তালা ভেঙে ফেলতে পারি।
কী বলছ তুমি? এটা কতো বড় অপরাধ তুমি জান?
নেটওয়ার্ক বন্ধ থাকলে এটা কোনো অপরাধ না।
যদি নেটওয়ার্ক চালু হয়ে যায়?
এখনো হয় নি।
হে ঈশ্বর তুমি নেটওয়ার্কটি বন্ধ রাখ।
কে জানে পৃথিবীর অন্য জায়গায় কী হচ্ছে!
ঠিক এখানে যা ঘটছে নিশ্চয়ই হুবহু তাই ঘটছে।
হে বিধাতা, তুমি নেটওয়ার্কটি বন্ধ রাখ। রবোমানবেরা যেন কোনোভাবে নেটওয়ার্ক চালু করতে না পারে।