শিব শুভ পরিণয় রাবণ-জনম।
তার তেজ বল তপ আদির মরম।।
রামের জনম আর বিবাহ কথন।
এ প্রসঙ্গ বালকাণ্ডে হইল বর্ণন।।
=================
বর্ণ অর্থ রস ছন্দ সৃজনকারক।
বন্দি সর্ব্বশুভকর্ত্তা বাণী বিনায়ক।।
শরধা বিশ্বাসরূপী উমা মহেশ্বর।
নমি তাহাদের পাদ-পদ্ম শিবকর।।
নহিলে যাঁহাদের কৃপা কোন সিদ্ধনর।
না পায় দেখিয়ে কভু স্বান্তস্থ ঈশ্বর।।
শিবরূপী গুরু বোধময় সনাতন।
তাঁহার চরণ করি সতত বন্দন।।
করি বক্রশশী যাঁর ললাট আশ্রয়।
ভুবনভিতরে সর্ব্বজনপূজ্য হয়।।
সীতা-রাম গুণগ্রাম পূণ্য মনচর।
নমি শুদ্ধজ্ঞান কবীশ্বর কবীশ্বর।।
জগত উদ্ভত স্থিতি প্রলয়কারিণী।
নমি শুভঙ্করী সীতা দুঃখবিনাশিনী।।
যাঁর মায়াবিমোহিত অখিল ভুবন।
চরাচরসহ দেব কমলআসন।।
মায়াবিরচিত এই সকল সংসার।
সত্য বলি হয় জ্ঞান সত্ত্বাতে যাঁহার।।
চাহে ভবনিধি পার যাইতে যে জন।
একমাত্র প্লব তার যাঁহার চরণ।।
সেই রাম-আখ্য হরি ঈশ নারায়ণ।
নমি আমি পরিতত্ত্ব অশেষকারণ।।
আগম পুরাণ নানাশাস্ত্রের কথিত।
সংগ্রহ করিয়া মত বেদের বিহিত।
রচিল তুলসীদাস এই রামায়ণ
ললিত প্রবন্ধে আত্মসুখের কারণ।।