রচনা (ধর্মসূত্র)
প্রধান ধর্মসূত্রগুলির রচয়িতা আপস্তম্ব, আশ্বলায়ন, গৌতম, বৌধায়ন, বশিষ্ট, বৈখানস, দ্রাহ্যায়ণ, কাত্যায়ন, অগস্ত্য, শাকল্য, সত্যষিাঢ় হিরণ্যকেশী ও সবণীয়। এদের মধ্যে শুধু প্ৰথম ছয়জনের রচনা অধিকতর পরিচিত; এছাড়াও বিষ্ণুস্মৃতি নামে একটি রচনার সন্ধান পাওয়া যায়-সম্ভবত বিষ্ণু নামে কোনও ব্যক্তি এই গ্রন্থটি রচনা করেছিলেন।