১৮. মহাভারত পাঠের ফল

জন্মেজয় কহিলেন, শুন তপোধন।
শ্রীমহাভারত-গ্রন্থ অপূর্ব্ব-রচন।।
পূর্ব্বে যেই চন্দ্রাতপ কৃষ্ণবর্ণ ছিল।
ক্রমে ক্রমে দেখি তাহা শুক্লবর্ণ হৈল।।
শ্রীমহাভারত-গ্রন্থ করিলে শ্রবণ।
পাপক্ষয় হয়, ইহা বুঝিনু এখন।।
আর কি কি ফল হয়, শুনিতে বাসনা।
কহ কহ মুনিবর করিয়া করুণা।।
(মিসিং)