অনেক বিলম্ব দেখি ধর্ম্ম নরপতি।
চিন্তাযুক্ত কহিলেন দ্রৌপদীর প্রতি।।
শুনহ আমার বাক্য দ্রৌপদী সুন্দরী।
শ্রীহরি স্মরণ করি আন গিয়া বারি।।
পাইয়া পতির আজ্ঞা পতিব্রতা নারী।
জলপাত্র লয়ে যায় আনিবারে বারি।।
মহাঘোর বনমধ্যে প্রবেশিয়া সতী।
ভয় পেয়ে শ্রীকৃষ্ণেরে ডাকে গুণবতী।।
বনমধ্যে যান কৃষ্ণা সশঙ্কিতা মনে।
কতক্ষণে উত্তরিল সরোবর স্থানে।।
তৃষ্ণায় কাতর অতি শুঙ্ক কলেবর।
জল পান করিবারে গেল সরোবর।।
জলেতে নামিল যেই দ্রুপদকুমারী।
হইল তাহার মৃত্যু স্পর্শি মায়াবারি।।
মহাভারতের কথা অমৃত সমান।
কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।।