পূর্ণ সুধাকর, জিনি মনোহর,
বিকচ কমল মুখ।
গজমতি ভূষা, তিলফুল নাসা,
দেখি মুনিমুন-সুখ।।
নেত্র-যুগ মীন, দেখিয়া হরিণ,
লাজে দোঁহে গেল বন।
সুচারু ভ্রু-লতা, দেখি পায় ব্যথা,
মদনের শরাসন।।
প্রবাল শ্রীধর, বিরাজে অধর,
পূরব অরুণ ভালে।
মধ্যে কাদম্বিনী, স্থির সৌদামিনী,
সিন্দূর চিকুর জালে।।
তড়িত মণ্ডল, কর্ণেতে কুণ্ডল,
হিমাংশু মণ্ডল আড়ে।
দেখি কুচকূম্ভ, লজ্জায় দাড়িম্ব,
হৃদয় ফাটিয়া পড়ে।।
কন্ঠ দেখি কম্বু, প্রবেশিল অম্বু,
অগাধ অম্বুধি-মাঝে।
নিন্দিত মৃণাল, ভুজ দেখি ব্যাল,
প্রবেশিল বিলে লাজে।।
মাজা দেখি ক্ষীণ, প্রবেশে বিপিন,
করি-অরি হরি লাজে।
করে কোকনদ, পাইল বিষাদ,
নখরেতে দ্বিজরাজে।।
কনক কঙ্কণ, করে ঝন্ ঝন্,
চরণে নূপুর হংস।
জঘন সুন্দর, বিহার কন্দর,
স্বর্ণ কাঞ্চী অবতংস।।
রামরম্ভা তরু, চারু যুগ্ম ঊরু,
দেখি নিন্দে যত হাতী।
উদর সুকৃশ, মাজা মৃগ ঈশ,
নিতম্ব যুগল ক্ষিতি।।
নীল সুকোমল, শরীর অমল,
কমলে গঠিত অঙ্গ।
ভারের কারণ, হীন আভরণ,
সহজে মোহে অনঙ্গ।।
কমল বদন, কমল নয়ন,
কমল গঞ্জিত গণ্ড।
দ্বিকর কমল, আর পদতল,
ভুজ কমলের দণ্ড।।
মন্দ মন্দ বায়, যোজনেক যায়,
অঙ্গের কমল গন্ধ।
হইয়া উন্মত্ত, ধায় চতুর্ভিত,
কমল মধুপবৃন্দ।।
কুরুকুল ধ্বংসে, কমলার অংশে,
হৈল কমল-সদ্ভুত।
কমলাবিলাসী, বন্দি কহে কাশী,
কমলাকান্তের সুত।।