হেনমতে তথায় ষোড়শ দিন গেল।
এক লক্ষ রাজা যবে সভায় বসিল।।
তবে রাজা দ্রুপদ আনিয়া ধাত্রীগণ।
আজ্ঞা কৈল দ্রৌপদীরে করিতে সাজন।।
রাজার পাইয়া আজ্ঞা সর্ব্ব ধাত্রীগণ।
নানা অলঙ্কারে অঙ্গ করিল ভূষণ।।
নানা পুষ্পে সাজাইল যেখানে যে সাজে।
ষোড়শ-কলাতে যেন শোভে দ্বিজরাজে।।
দ্রৌপদীর পুরোহিত পড়িল মঙ্গল।
যাত্রা কৈল সভামধ্যে পূজিয়া অনল।।
সভামধ্যে যখন দ্রৌপদী উপনীত।
দেখি সব রাজগণ হইল মূর্চ্ছিত।।
কামাগ্নি দহিল চিত্তে, হৈল অচেতন।
চিত্রের পুত্তলি প্রায় সব রাজগণ।।
কেহ কেহ সেই স্থলে পড়িল ঢলিয়া।
গড়াগড়ি যায় কেহ অজ্ঞান হইয়া।।
সচেতন হৈয়া কেহ নাহি চায় আর।
কেহ কেহ জীবন বাখানে আপনার।।
ধন্য এ জীবন, যাহে দেখিনু এরূপ।
পাইব এ কন্যা, চিত্তে কহে কোন ভূপ।।
রাজগণ-মনে-জন্মে বিস্ময় অপার।
কাশীরাম বিরচিল রচিয়া পয়ার।।