৭৮তম অধ্যায়
ভীমযুদ্ধে কৌরবপরাজয়
সঞ্জয় কহিলেন, “অনন্তর মহারাজ দুৰ্য্যোধন মোহবিমুক্ত হইয়া পুনরায় সংগ্রামস্থলে আগমনপূর্ব্বক ভীমের উপর শরবর্ষণ করিতে আরম্ভ করিলে সমুদয় ধাৰ্তরাষ্ট্রগণ একত্র হইয়া ভীমের সহিত সংগ্ৰাম করিতে লাগিলেন। ঐ সময় মহাবীর ভীমসেন আপনার রথ প্রাপ্ত হইয়া সত্বর তাহাতে আরোহণপূর্ব্বক দুৰ্য্যোধনাভিমুখে ধাবমান হইলেন। পরে নরান্তকারী [লোকক্ষয়কারক] বিচিত্র শরাসন গ্রহণপূর্ব্বক দুৰ্য্যোধনকে নিশিতশরে বিদ্ধ করিতে লাগিলেন। তখন মহাবীর দুৰ্য্যোধন সুতীক্ষ্ন নারাচদ্বারা ভীমসেনের মৰ্মে আঘাত করিলেন। মহাধনুৰ্দ্ধর ভীমসেন এইরূপে দুৰ্য্যোধনকর্ত্তৃক দৃঢ় আহত হইয়া ক্ৰোধসংরক্তনয়নে মহাবেগে স্বীয় কামুক আকর্ষণপূর্ব্বক তিনবাণে দুৰ্য্যোধনের বাহুদ্বয় ও বক্ষঃস্থল বিদ্ধ করিলেন। দুৰ্য্যোধন ভীমসেনের শরে তাদৃশ আহত হইয়াও গিরিরাজের ন্যায় অচলভাবে অবস্থান করিতে লাগিলেন।
“দুৰ্য্যোধনের অনুজগণ ভীম ও দুৰ্য্যোধনকে পরস্পর প্রহার করিতে দেখিয়া আপনাদের পূর্ব্বমন্ত্রণা স্মরণ করিয়া ভীমসেনকে নিগ্ৰহ করিবার মানসে জীবিতাশা পরিত্যাগপূর্ব্বক তাঁহাকে অবরোধ করিতে উপক্ৰম করিলেন। মহাবীর ভীমসেন সেই সমুদয় বীরকে সমাগত দেখিয়া প্রতিদ্বন্দ্বী গজকুলের প্রতি ধাবমান মহাগজের ন্যায় তাহাদের প্রতি ধাবমান হইলেন এবং ক্ৰোধাভরে নারাচদ্বারা চিত্ৰসেনকে বিদ্ধ করিয়া সুবর্ণপুঙ্খ মহাবেগগামী বহুবিধ শরে অন্যান্য ধার্ত্তরাষ্ট্রগণকে তাড়িত করিতে লাগিলেন। “ঐ সময় যুধিষ্ঠিরপ্রেরিত ভীমসেনের অনুগামী অভিমন্যুপ্রমুখ দ্বাদশ মহারথ আপনাদিগের সৈন্যগণকে সংস্থাপিত করিয়া মহারথ ধার্ত্তরাষ্ট্রগণের প্রতি ধাবমান হইলেন। হে মহারাজ! আপনার পুত্ৰগণ সেই সূৰ্য্যাগ্নিসদৃশ তেজঃসম্পন্ন, সুবর্ণসদৃশ সমুজ্জ্বল রথস্থ শূরগণকে অবলোকন করিয়া ভীমসেনকে পরিত্যাগপূর্ব্বক পলায়ন করিলেন। ধার্ত্তরাষ্ট্রগণ যে প্ৰাণ লইয়া পলায়ন করিল, ইহাও ভীমসেনের পক্ষে অসহ্য হইয়া উঠিল।”