ব্রহ্মা ব্রহ্মা আদি সুরগণ, একান্ত একা গ্রমন,
স্তুতি করি হরির চরণে।
শুন প্রভু নারায়ণ, যতেক দেবতাগণ,
নিবেদন করে এক মনে।।
হে মধুকৈটভ অরি, আমরা ভয়েতে মরি,
বৃত্রাসুর নিল অধিকার।
বৈসে ইন্দ্র সিংহাসনে, খেদাড়িল দেবগণে,
অমরের নাহিক নিস্তার।।
ইন্দ্রের ইন্দ্রত্ব নিল, ভয়ে ইন্দ্র পলাইল,
অমরের নিল রাজদন্ড।
দেবতা ছাড়িল ধর্ম্ম, লইল অগ্নির কর্ম্ম,
বরুণে করিল লন্ডভন্ড।।
পবনের অধিকার, লইলেক দুরাচার,
চন্দ্রার্কের কি কব দুর্গতি।
বৃত্র করে পরাভব, ইন্দ্রাদি দেবতা সব,
মনুষ্য সমান ভ্রমে ক্ষিতি।।
দারুণ দৈত্যের ভয়, প্রাণ নাহি স্থির হয়,
দেবতার নাহিকনিস্তার
তুমি ত্রিলোকের পতি, সকল দেবের গতি,
চিন্তহ ইহার প্রতিকার।।
রজোগুণে দিয়া বৃষ্টি, আপনি করিলা সৃষ্টি,
সত্ত্বগুণে করহ পালন।
সৃজন পালন নাশ, তব কর্ম্ম সুপ্রকাশ,
তমোগুণে কর সংহরণ।।
ইত্যাদি অনেক স্তব, করিল দেবতা সব,
শুনিয়া দুঃখিত ভগবান।
সন্বোধিয়া দেবগণে, কহিল সরল মনে,
দেবগণ কর অবধান।।
ভারত মঙ্গল কথা, শুনিতে খন্ডয়ে ব্যথা,
সকলের কলুষ বিনাশ।
গদাপর্ব্ব সুধাধার, ব্যাসের বচন সার,
পাঁচালী রচিল কাশীদাস।।