সেই বছরই অর্থ্যাৎ নবুয়তের একাদশ বর্ষের শাওয়াল মাসে রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত আয়েশার বয়স ছিল তখন মাত্র ছয় বছর। হিজরতের আগের বছর শাওয়াল মাসে হযরত আয়েশা স্বামীগৃহে গমণ করেন। সেই সময় তাঁর বয়স ছিল নয় বছর।