বাণে বাণে হয়েছেন লক্ষ্মণ পীড়িত।
হনুমান বিভীষণ উভয় সহিত।।
দুই হাত তুলি দিয়া উভয়ের স্কন্ধে।
বহির্গত হইলেন লঙ্কার বৃহন্দে।।
পাঠাইয়া লক্ষ্মণেরে শ্রীরাম চিন্তিত।
মায়াযুদ্ধে তারে পাছে মারে ইন্দ্রজিৎ।।
মায়াবীর ইন্দ্রজিৎ মায়ার নিদান।
পাছে বা সে লক্ষ্মণের করে অকল্যাণ।।
এই ভাবি পথপানে চাহেন সঘনে।
হেনকালে উপনীত লক্ষ্মণ সে স্থানে।।
বহিছে শোণিতধারা লক্ষ্মণের গায়।
দেখিয়া শ্রীরাম তবে জিজ্ঞাসেন তায়।।
বিভীষণ বলে প্রভুর করি নিবেদন।
আইলেন ইন্দ্রজিতে বধিয়া লক্ষ্মণ।।