৪২ম অধ্যায়
যুধিষ্ঠিরকৃত যুদ্ধমৃতের ঔর্দ্ধদেহিক ক্রিয়া
বৈশম্পায়ন বলিলেন, অনন্তর রাজা যুধিষ্ঠির সমরনিহত জ্ঞাতিবর্গের পৃথক পৃথক্ শ্রাদ্ধাদি সম্পাদন করিলেন। মহারাজ ধৃতরাষ্ট্রও স্বীয় পুত্রগণের স্বর্গার্থে ব্রাহ্মণগণকে অন্ন, গাভী, বিবিধ ধন ও রত্ন প্রদান করিলেন। মহাযশস্বী রাজা যুধিষ্ঠির দ্রৌপদীর সহিত একত্র হইয়া মহাত্মা দ্রোণ, কর্ণ, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু, হিড়িম্বাতনয় ঘটোৎকচ, বিরাট প্রভৃতি উপকারপরায়ণ সুহৃদগণ ও দ্রৌপদীর পাঁচপুত্রের উদ্দেশে সহস্র সহস্র ব্রাহ্মণকে ধন, রত্ন, গাভী ও বস্ত্রসকল প্রদান করিতে লাগিলেন। যেসকল নরপতিদিগের বন্ধুবান্ধব কেহই বিদ্যমান ছিল না, ধৰ্ম্মরাজ তাঁহাদিগেরও ঔর্দ্ধদেহিক কাৰ্য্য সম্পন্ন করিলেন এবং সুহৃদগণের উদ্দেশে বিবিধ ধর্ম্মশালা, পয়ঃপ্রণালী ও তড়াগ[জলাশয়—পুষ্করিণী]-সকল প্রদান করিতে লাগিলেন।
মহারাজ যুধিষ্ঠির এইরূপে নিহত বীরগণের নিকট অঋণী হইয়া ধৰ্ম্মানুসারে প্রজাপালনে নিরত হইলেন এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর, অমাত্যগণ, ভৃত্যগণ ও পতিপুত্রবিহীন কৌরবস্ত্রীগণকে পূৰ্ব্বের ন্যায় সম্মান এবং দীন ও অন্ধদিগকে গৃহ, আচ্ছাদন ও ভোজন দানপূৰ্ব্বক প্রতিপালন করিয়া নিষ্কণ্টকে পরমসুখে রাজ্যভোগ করিতে লাগিলেন।