জন্মেজয় বলে, কহ মুনি মহামতি।
চন্দ্রবংশে ভরতের হইল উৎপত্তি।।
চন্দ্র হৈতে বংশ হৈল কিরূপ প্রকারে।
সে সকল কথা মুনি শুনাও আমারে।।
মুনি বলে, শুন পরীক্ষিতের নন্দন।
কহিব সকল কথা করহ শ্রবণ।।
ভাল কথা জিজ্ঞাসিলে ভারত আখ্যান।
চন্দ্র বংশ চরিত্র করহ অবধান।।
মরীচি ব্রহ্মার পুত্র বিদিত সংসার।
কশ্যপ নামেতে পুত্র হইল তাঁহার।।
তাঁহার নন্দন হৈল সূর্য্য মহাশয়।
বৈবস্বত নামে হৈল তাঁহার তনয়।।
তাঁহার নন্দিনী ইলা বিখ্যাত জগতে।
ইলা গর্ভে পুরূরবা বুধের বীর্য্যেতে।।
চন্দ্রের নন্দন বুধ বিখ্যাত সংসার।
পুরূরবা মহারাজ তাঁহার কুমার।।
অষ্টাদশ দ্বীপে তিনি হৈলা নরপতি।
চিরদিন ক্রীড়া করে ঊর্ব্বশী সংহতি।।
নৃপতি হইল আয়ু তাঁহার তনয়।
তাঁর পুত্র হইল নহুষ মহাশয়।।
স্বর্গে ইন্দ্র হৈল রাজা আপনার গুণে।
সর্প কলেবর ধরেন দ্বিজ-বচনে।।
যযাতি নৃপতি হৈল তাঁহার কুমার।
যযাতির গুণ যত কহিতে অপার।।
শুক্রশাপে জরাগ্রস্ত তাঁহার শরীর।
পুত্রে জরা দিয়া রাজ্য করিল সুধীর।।