কৃষ্ণ সঙ্গে চলিলেন যত যদুগণ।
বলভদ্র কৃতবর্ম্মা সাত্যকি সারণ॥
কামদেব চারুদেষ্ণ সুদেষ্ণ সুচারু।
চারুদেহ চারুগুপ্ত ভদ্রচারু চারু॥
চারুচন্দ্র বিচারু এ দশটী নন্দন।
রুক্মিণীর গর্ভে এরা লভিল জনম॥
সুভানু স্বর্ভানু আর চন্দ্রভানু ভানু।
প্রভানু বিভানু বৃহদ্ভানু প্রতিভানু॥
ভানুমান অবিভানু এই পুত্র দশ।
সত্যভামা উদরে শ্রীকৃষ্ণের ঔরস॥
শ্রীশাম্ব সুমিত্র শত্রাজিত চিত্রকেতু।
পুরুজিত বিজয় সহস্রজিত ক্রতু॥
বসুমান নবম যে দ্রবিণ দশম।
জাম্ববতী নন্দনের এই জান ক্রম॥
বীরচন্দ্র অশ্বসেন বৃষ বেগবান।
আম শঙ্কু বসু কুন্তি চিত্রগু আখ্যান॥
লগ্নজিতা উদরে হইল এই দশ।
কৃষ্ণের সন্তান ধরে কৃষ্ণের সাহস॥
শুক কবি বৃষ বীর সুবাহু নামক।
ভদ্র শান্তি দর্শ পূর্ণমান্ শ্রীসোমক॥
কালিন্দী দেবীর পুত্র এই দশ জন।
শ্রীকৃষ্ণের পুত্র এরা বিখ্যাত ভুবন॥
প্রঘোষ ওজস সিংহ ঊর্দ্ধগ প্রবল।
গাত্রবান মহাশক্তি সহ আর বল॥
আর যে অপরাজিত এই দশ জন।
মাদ্রীর গর্ভেতে জন্ম শ্রীকৃষ্ণ-নন্দন॥
বৃষ হর্ষ গৃধ্র বহ্নি অনিল পবন।
বহ্বন্ন অন্নাদ ক্ষুধি এই নয় জন॥
দশম মহাংশ এই গোবিন্দ নন্দন।
মিত্রবিন্দা দেবীর আনন্দ বিবর্দ্ধন॥
বৃহৎসেন প্রহরণ শূল অরিজিৎ।
সুভদ্রা সত্যক রাম শ্রীসংগ্রামজিৎ॥
আয়ু আর জয় এই দশটি সন্তান।
ভদ্রার সহিত কৃষ্ণ সদা সুখবান্॥
অষ্ট মহিষীর পুত্র করিল গমন।
সবার প্রধান এই কৃষ্ণের নন্দন॥
গোবিন্দের ভার্য্যা ষোল সহস্রেক আর।
জনে জনে দশ পুত্ত্র হৈল সবাকার॥
এক লক্ষ অষ্টবিংশ সহস্র নন্দন।
অষ্ট মহিষীর পুত্ত্র আর আশীজন॥
কৃষ্ণের নন্দন এই করিনু লিখন।
তা সবার পুত্ত্র পৌত্ত্র কে করে গণন॥
অপর যাদব-বংশ গণিতে অপার।
বলিয়া ছাপ্পান্ন কোটি করয়ে বিচার॥
সুসজ্জা করিয়া রথে করে আরোহণ।
নানা অস্ত্র ধনুর্ব্বাণ করিল ধারণ॥
অপূর্ব্ব কৃষ্ণের মায়া কে বুঝিতে পারে।
নগর বাহির হরি হইলেন পরে॥
দ্বারকা ত্যজিয়া হৈল কৃষ্ণের গমন।
দিবসে আন্ধার হৈল দ্বারকা ভুবন॥
চিত্র-পুত্তলির প্রায় রহে সর্ব্ব নারী।
মৌনভাবে নিঃস্পন্দে নিঃসরে নেত্রবারি॥
হেনমতে দ্বারকা ত্যজিয়া নারায়ণ।
করেন প্রভাস-তীরে সত্বরে গমন॥
মুষলপর্ব্বের কথা ব্যাস বিরচিত।
কাশীরাম দেব কহে রচিয়া সঙ্গীত॥