রাধিকার প্রতি সখীদিগের উক্তি
( তোমার ননদিনী কুটিলাকে কি প্রকার ডরাই? – )
যেমন, ছেলে-ধরার নামে শিশু, আগুন দেখলে পশু ।
বাঘকে ডরায় ছাগল, জলকে ডরায় পাগল ।
মহাজনকে খাতক, বৈশাখের রৌদ্রে চাতক।
যেমন পাতকী জন ডরিয়ে মরে, দেখলে যমের দূত।
চোরকে গৃহী ডরায় জানি,
মদনকে ডরায় বিরহিণী, রাম-নামেতে ভূত ॥
যেমন ভক্তকে গোবিন্দ ডরান, ব্যক্ত আছে বাণী ।
অপমানকে মানী, মৃত্যুকে ডরায় প্রাণী ॥
দস্যুকে ডরায় পথি, পর-পুরুষকে সতী, ষষ্ঠীকে পোয়াতী ॥
শিবকে মদন ডরায় যেমন, রাগে ভস্ম হ’য়ে।
ব্যাধকে পক্ষী ডরায় আর তুফানকে ডরায় নেয়ে।
তেমনি কুটিলেকে ডরাই আমরা গোকুলের মেয়ে ॥২১