০০৯. ভারতবর্ষবর্ণন

৯ম অধ্যায়

ভারতবর্ষবর্ণন

ধৃতরাষ্ট্র কহিলেন, “হে সঞ্জয়! যে ভারতবর্ষে এই সমুদয় সৈন্য একত্রিত হইয়াছে, আমার পুত্ৰ দুৰ্য্যোধন ও পাণ্ডুতনয়গণ যাহা গ্রহণে নিতান্ত লোলুপ হইয়াছে, এবং যাহার প্রতি আমার চিত্ত নিতান্ত অনুরক্ত আছে, তুমি সেই ভারতবর্ষের যথাৰ্থ বৃত্তান্ত বর্ণন কর, আমি তোমাকেই সর্ব্বাপেক্ষা বুদ্ধিমান বলিয়া জ্ঞান করি।”

সঞ্জয় কহিলেন, “মহারাজ! পাণ্ডবগণ ভারতবর্ষ গ্রহণে একান্ত অভিলাষী নহেন; দুৰ্য্যোধন ও শকুনিই উহা গ্রহণ করিবার নিমিত্ত নিতান্ত লোলুপ হইয়াছেন। অন্যান্য নানা জনপদের অধীশ্বর ক্ষত্ৰিয়গণ এই ভারতবর্ষ গ্ৰহণ করিবার মানসে কেহ কাহাকে ক্ষমা করেন না; এই ভারতবর্ষ দেবরাজ ইন্দ্র, বৈবস্বত মনু, বেণনন্দন পৃথু, মহাত্মা ইক্ষ্বাকু, যযাতি, অম্বরীষ, মুচুকুন্দ, উশীনরতনয় শিবি, মহারাজ ঋষভ, ঐল, নৃগ, কুশিক, গাধি, সোমক ও দিলীপ প্রভৃতি অন্যান্য বলবান ক্ষত্রিয়বর্গের নিতান্ত প্রিয়।

“যাহা হউক, এক্ষণে আমি আপনার প্রশ্নানুসারে এই ভারতবর্ষের বিষয় আমার জ্ঞানানুসারে কীর্ত্তন করিতেছি, শ্রবণ করুন;—মহেন্দ্ৰ, মলয়, সহ্য, শক্তিমান, গন্ধমাদন, বিন্ধ্য ও পারিপাত্ৰ—এই সাতটি কুলপর্ব্বত। ইহাদের সমীপবর্ত্তী সারবান বিচিত্রসানুযুক্ত সহস্ৰ-সহস্র পর্ব্বত আছে; ঐসমুদয় জনসমাজে অবিজ্ঞাত। এতদ্ভিন্ন বহুসংখ্যক অপরিজ্ঞাত ক্ষুদ্র-ক্ষুদ্র পর্ব্বত আছে; ক্ষুদ্রলোকেরা ঐ সকল গিরিতে বাস করে।

ভারতীয় পবিত্র নদী

“হে রাজন! এই ভারতবর্ষ্যমধ্যে যেসমুদয় নদী আছে, তাহা কহিতেছি, শ্রবণ করুন,-গঙ্গা, সিন্ধু, সরস্বতী, গোদাবরী, নর্ম্মদা, বহুদা, মহানদী, শতদ্রু, চন্দ্রভাগা, যমুনা, দৃষদ্বতী, স্থূলবালুকাসসম্পন্ন বিপাশা, বেত্ৰবতী, কৃষ্ণবেণা, ইরাবতী, বিতস্তা, পয়োষ্ণী, দেবিতা, বেদস্মৃতা, বেদবতী, বেদশিরা, ইক্ষুমালবী, করীষিণী, চিত্ৰসেনা, চিত্ৰবাহা, গোমতী, গণ্ডকী, পাপহারিণী, বন্দনা, কৌশিকী, ত্রিদিবা, কৃত্যা, নিচিতা, লোহতারণী, রহস্যা, শতকুম্ভা, সরযূ, চর্ম্মণ্বতী, বেত্ৰবতী, হস্তিসোমা, দিক, শরাবতী, বিপাশা, পরা, ভীমরথী, কাবেরী, চুলকা, বীণা, শতবলা, নীবারা, মহিতা, সুপ্রয়োগা, পবিত্ৰা, কুণ্ডলা, রাজনী, পুরোমালিনী, পূর্ব্বাভিরামা, বীরা, ভীমা, ওঘবতী, পলাশিনী, মহেন্দ্রা, পটলাবতী, অসিক্লী, কুশচিরা, মাকরী, প্রবরা, মেলা, হেমা, ধৃতবতী, পুরাবতী, অনুষ্ণা, শৈব্যা, কাপী, সদানীরা, অধৃষ্যা, কুশধারা, সদাক্রান্তা, শিবা, বীরবতী, বাস্তু, সুবাস্তু, গৌরী, কম্পনা, হিরণ্বতী, বরা, বীরঙ্করা, পঞ্চমী, রথচিত্রা, জ্যোতিরথা, বিশ্বামিত্ৰা, কপিঞ্জলা, উপেন্দ্ৰা, বহুলা, কুশচীরা, মধুবাহিনী, বিনদী, পিঙ্গলা, বেণা, তুঙ্গবেণা, বিদিশা, কৃষ্ণবেণা, তাম্রা, কপিলা, শলু, সুবামা, বেদাশ্বা, হরিপ্রিয়া, মহোপামা, শীঘ্ৰা, পিচ্ছিলা, ভারদ্বাজী, কৌষিকী, শোণা, বহুদা, চন্দ্ৰমা, দুৰ্গমন্ত্রশিলা, ব্ৰাহ্মবোধ্যা, বৃতস্বতী, যবক্ষা, রোহী, জাম্বুনদী, সুনসা, তমসা, দাসী, বসা, বরুণ, অসি, নালা, ধূতিমতী, পূৰ্ণাশা, মহানদী, তামসী, বৃষভা ব্ৰহ্মমেধা, বৃহদ্বতী, কৃষ্ণা, মন্দবাহিনী, ব্ৰহ্মাণী, মহাগৌরী, দুর্গা, চিত্ৰোপলা, চিত্রোরথা, মঞ্জুলা, বাহিনী, মন্দাকিনী, বৈতরণী, কোশা, মুক্তিমতী, মনিঙ্গা, পুষ্পবেণী, উৎপলাবতী, লোহিত্যা, করতোয়া, বৃষকা, কুমারী, ঋষিকুল্যা, মারিষা ও সর্ব্বসঙ্গা। এই সমুদয় মহাফলপ্ৰদ নদীসকল লোকের মাতৃস্বরূপ এবং নদীর জল পান করিয়া থাকে। এতদ্ভিন্ন সহস্ৰ-সহস্ৰ অপ্রকাশিত নদী আছে।

প্ৰসিদ্ধ রাজ্য

“হে মহারাজ। আমি স্বীয় স্মরণানুসারে নদীসমুদয় কীর্ত্তন করিলাম; এক্ষণে জনপদসকল কীর্ত্তন করিতেছি, শ্রবণ করুন;- কুরুপাঞ্চাল, শাল্ব, মান্দ্ৰেয়জঙ্গল, শূরসেন, কলিঙ্গ, বোধ, মাল, মৎস্য, মুকুট, সৌবল্য, কুন্তল, কাশী, কৌশল, চেদি, মৎস্য, করূষ, ভোজ, সিন্ধু, পুলিন্দ, উত্তম, দশার্ণ, মেকল, উৎকল, পাঞ্চাল, কৌশিক, নৈকপৃষ্ঠ, ধুরন্ধর, সোধ, মদ্রভূজঙ্গ, অপরকাশী, জঠর, কুকুর, দশার্ণকুকুর, কুস্তি, অবস্তি, অপরকুন্তি, গোমন্ত, মন্দক, ষণ্ড, বিদৰ্ভ, রূপবাহিক, অশ্বক, পাংশুরাষ্ট্র, গোপরাষ্ট্র, করীতি, অধিরাজ্য, কুলাদ্য, মল্লরাষ্ট্র, কেরল, বারপাশ্য, অপবাহ, চক্ৰ, বক্ৰাতপ, শক, বিদেহ, মাগধ, স্বক্ষ, মলয়, বিজয়, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, যকৃল্লোম, মল্ল, মুদেল্ল, প্রহ্লাদ, মাহিক, সাষিক, বাহ্লীক, বাটধান, আভীর, কালযোজক, অপরান্ত, পরান্ত, পহ্নব, চর্ম্মমণ্ডল, অটবীশিখর, মেরুভূত, উপাবৃত্ত, অনুপাবৃত্ত, সুরাষ্ট্র, কেকয়, কুট্টাপরান্ত, মাহেয়, কক্ষ, সামুদনিষ্কুট, অন্ধ, অন্তর্গিরি, বহির্গিরি, অঙ্গমলজ, মাগধ, মানবর্জ্জক, মুহ্যমর্ত্তব, প্রাবৃষেয়, ভার্গব, পুণ্ড, ভাগ্য, কিরাত, সুদেষ্ণ, যামুন, শাক, নিষাদ, নিষধ, আনৰ্ত, নৈঋত, দুৰ্গল, পুতিমাস্য, কুন্তল, কুশল, তীরগ্রহ, সুরসেন, ঈজক, কন্যাকাগুণ, তিলভার, শমীর, মধুমত্ত, সুকন্দক, কাশ্মীর, সিন্ধুসৌবীর, গান্ধার, দর্শক, অভীসার, উতুল, শৈবাল, বাহ্লীক, দর্ব্বী, বানবাদূর্ব্ব, বাতজ, আমরথ, উরগ, বাহুবাধ, কৌরব, সূদামা, সুমল্লিক, বধ্ন, করাষক, কুলিন্দোপত্যকা, বাতায়ন, দশার্ণ, রোমা, কুশবিন্দু, কক্ষ, গোপালকক্ষ, জাঙ্গল, কুরুবর্ণক, কিরাত, বর্ব্বর, সিদ্ধ, বৈদেহ, তাম্রলিপ্ত, ঔড্র, পৌণ্ড্র, সৈসিকত ও পার্ব্বতীয়।

“হে মহারাজ! এই সমুদয় দেশ ব্যতীত দক্ষিণদিকস্থ কতিপয় জনপদ কীর্ত্তন করিতেছি, শ্রবণ করুন;-দ্রাবিড়, কেরল, প্রাচ্য, মূষিক, বনবাসক, কর্ণাটক, মাহিষক, বিকল্য, মুষিক, জিল্লিক, কুন্তল, সৌহৃদ, নলকানন, কৌকুটূক, চোল, কোঙ্কণ, মালবান্নক, সমঙ্গ, কর, কুকুর, অঙ্গার, মারিষ, ধ্বজিনী, উৎসবসঙ্কেত, ত্ৰিগৰ্ভ, শান্বসেনি, বক, কোকারক, প্রোষ্ঠ, সোমবেগবশ, বিন্ধচুলক, পুলিন্দ, কঙ্কাল, মালব, মল্লব, অপরবল্লভ, কুলিন্দ, কালব, কুণ্টক, করাট, মুষক, তনবাল, সনীয়, আঘাট, সৃঞ্জয়, অলিন্দ, পাশিবাট, তনয়, সুনয়, দশীবিদর্ভ, কান্তিক, তঙ্গন, পরতঙ্গন, উত্তরম্লেচ্ছ, অপরম্নেচ্ছ, ক্রূর, যবন, চীন, কাম্বোজ, সকৃদ্‌গ্রাহ, কুলখ, হূণ, পারসিক, রমণ, দশমালিক, যোনিবেশ, দরদ, কাশ্মীর, পত্তি, খশীর, অন্তচার, পহ্নব, গিরি-গহ্বর, আত্রেয়, ভরদ্বাজ, স্তনযোষিক, প্রোষক, কলিঙ্গ, তোমর, হংসমাৰ্গ ও করভঞ্জক।

“হে মহারাজ। আমি আপনার নিকট যেসমুদয় দেশের নাম কীর্ত্তন করিলাম, ইহাতে ক্ষত্ৰিয়, বৈশ্য, শূদ্র, গোপ ও ম্লেচ্ছপ্রভৃতি নানাবিধ জাতি আছে। ঐ সকল দেশ ভিন্ন পূর্ব্ব উত্তরে অন্যান্য বহুবিধ জনপদ আছে। হে রাজন! ভূমি সম্যক প্রতিপালিত হইলে কামধেনুর ন্যায় অর্থ প্রদান করে। এই নিমিত্ত ধর্ম্মার্থতত্ত্ববিৎ মহাবলপরাক্রান্ত ভূপতিগণ ভূমিলাভার্থ সংগ্রামে প্রবৃত্ত হইয়া কলেবর পরিত্যাগ করেন। ভূমি দেব ও মানবগণের একমাত্র শরণ; কুক্কুর যেমন মাংসলোভে পরস্পর বিবাদ করে, তদ্রূপ ভূপতিগণ পৃথিবী-ভোগ-বাসনায় পরস্পর কলহ করিয়া থাকেন। অদ্যাপি কামোপভোগে কাহারও তৃপ্তিলাভ হয় নাই, তন্নিমিত্তই কৌরব ও পাণ্ডবগণ সাম, দান, ভেদ ও দণ্ডদ্বারা ভূমিপরিগ্রহে যত্নবান হইয়াছেন। হে মহারাজ! সম্যক অধিকৃত ভূমি পিতা, ভ্ৰাতা, পুত্র ও স্বৰ্গস্বরূপ।”