ধৃতরাষ্ট্র বলে, মুনি করি নিবেদন।
মোরে যদি স্নেহ হয়, শুন তপোধন।।
আপনি বুঝাও দুষ্টমতি দুর্য্যোধনে।
ব্যাস বলে, আমি না কহিব কদাচনে।।
এইক্ষণে আসিবে মৈত্রেয় তপোধন।
সকল কহিবে হিত শুনহ রাজন।।
তব হিত তিনি বুঝাইবেন আপনি।
তাঁরে প্রীত না করিলে শাপ দিবে মুনি।।
এত বলি ব্যাস চলিলেন নিজালয়।
উপনীত হইল মৈত্রেয় মহাশয়।।
যথোচিত পূজা তাঁর ধৃতরাষ্ট্র কৈল।
সুস্থ হয়ে বসিয়া কুশল জিজ্ঞাসিল।।
ঋষি বলে, বহু তীর্থ করিনু ভ্রমণ।
দেখিনু কাম্যক বনে পাণ্ডু-পুত্রগণ।।
জটা চীর বিভূষিত ভক্ষ্য ফলমূল।
তপস্বীর বেশ, সঙ্গে তপস্বী বহুল।।
তথায় শুনিনু এই সব সমাচার।
তব পুত্র দুর্য্যোধন কৈল কদাচার।।
এই হেতু শীঘ্র আইলাম হেথাকারে।
কুরুবংশ হেতু কিছু বুঝাব তোমারে।।
ভীষ্ম আর তুমি কুরুবংশের প্রধান।
হেন কর্ম্ম কেন হয় তোমা বিদ্যমান।।
কুরুবংশে সদাকাল স্বধর্ম্ম সুকৃতি।
হেন বংশে অপযশ করিল দুর্ম্মতি।।
এই হেতু সভা তব না শোভে রাজন।
এত বলি কহে মুনি চাহি দুর্য্যোধন।।
মূর্খ নহ দুর্য্যোধন বড় কুলে জন্ম।
তবে কেন হেনরূপ করিলে অধর্ম্ম।।
পাণ্ডবের হিংসা কর হইয়া অজ্ঞান।
না জানহ সখা যার পুরুষ প্রধান।।
কহ শুনি কিসে হীন পাণ্ডুপুত্রগণে।
ধনে জনে কর্ম্মে সবে বিজয়ী ভুবনে।।
অযুত কুঞ্জর বল ধরে ভীমনাথ।
হিড়িম্বক- বধ আদি করিল নিপাত।।
কির্ম্মীরে মারিল ভীম পশিতে কাননে।
ইন্দ্রে পরাজয় কৈল খাণ্ডব দাহনে।।
হে জন সহ তুমি করহ বিরস।
মম বাক্যে কর প্রীতি নহে মৃত্যুবশ।।
মুনির এতেক কথা শুনি কুরুনাথ।
অভিমানে ঊরুদেশে করে করাঘাত।।
মৌনেতে থাকিয়া ভূমি করে নিরীক্ষণ।
উত্তর না পেয়ে ক্রোধে কহে তপোধন।।
অরে দুষ্ট মম বাক্য করিলি হেলন।
ইহার উচিত ফল শুনহ রাজন।।
যে ঊরুতে অভিমানে কৈলি করাঘাত।
ইথে গদা মারি ভীম করিবে নিপাত।।
শুনিয়া ব্যাকুল হল অন্ধ নরপতি।
মুনির চরণ ধরি করিল মিনতি।।
আজ্ঞা কর মুনিরাজ, নহুক এমন।
সদয় হইয়া তবে বলে তপোধন।।
এয়োদশ বৎসরান্তে তব পুত্রগণ।
রাজ্য দিয়া ভজে যদি ধর্ম্মের নন্দন।।
তবে হেন নহিবেক, শুনহ রাজন।
না করিলে মম বাক্য নহিবে লঙ্ঘন।।
তবে ধৃতরাষ্ট্র হৈল মলিন বদন।
জিজ্ঞাসিল কহ শুনি কির্ম্মীর নিধন।।
কিরূপে পাণ্ডুর সুত মারিল কির্ম্মীরে।
কোথায় বসতি তার কত বল ধরে।।
মুনি বলে, আমি আর না বসি হেথায়।
দুর্য্যোধন সুধী নহে আমার কথায়।।
শুনিবারে ইচ্ছা যদি আছয়ে তোমার।
বিদুরে জিজ্ঞাস পাবে সব সমাচার।।
এত বলি মহামুনি করিল গমন।
বিদুরে জিজ্ঞাসে তবে অম্বিকা নন্দন।।