বিঘ্ন-বিনাশন, গৌরীর নন্দন,
বন্দি দেব গনরাজে।
ব্রত যজ্ঞ হোমে, সবার প্রথমে,
ধাতে যাঁরে আগে পূজে।।
খর্ব্ব স্থূল অঙ্গ, বদন মাতঙ্গ,
সুন্দর লম্ব-উদর।
চন্দনে চর্চ্চিত, সৌরভে উম্মত
ব্যালোল গণ্ড ভ্রমর।।
হৃদি বিভূষিত, বৈরীর শোণিত,
পরিধান দ্বীপি-ছাল।
ভুজ করি-কর, সরোরুহ কর,
পাশাঙ্কুশ জপমাল।।
আসন ইন্দুর, ভূষণ সিন্দূর,
আজানুলম্বিত নাসা।
প্রচণ্ড মণ্ডল, মুকুট কুণ্ডল,
তিলক তিমিরনাশা।।
নানা পরিচ্ছদ, কঙ্কন অঙ্গদ,
নূপুর কিঙ্কিণী বাজে।
যতি জিতেন্দ্রিয়, যোগিজন-প্রিয়,
যোগীন্দ্র যোগীর মাঝে।।
যাঁহার চরণ, করিয়া সেবন,
রচিত বিবিধ গাথা।
বাল্মীকি বশিষ্ঠ, ব্যাস কবিশ্রেষ্ঠ,
ক্ষিতিতে হইল খ্যাতা।
জয় বিঘ্নেশ্বর, মোর বিঘ্ন হর,
হরি নামামৃত-পানে।
তব পদাম্ভুজ, কৃষ্ণদাসানুজ,
সদা কাশী ধ্যায় ধ্যানে।।