হুতুম প্যাঁচার ভুতুম সাথী দু’জন মিলে
নেচে বেড়ায় ডানে বামে।
যেমন তেমন সুরের তালে তিন বছরে
ইচ্ছে হ’লে খানিক থামে।
হুতুম প্যাঁচার ভুতুম সাথী মনের সুখে
আকাশ পাতাল জুড়ে নাচে,
খায় না ওরা পোকা মাকড়, ইচ্ছে হ’লে
একটু হাওয়া খেয়েই বাঁচে।
হুতুম ভুতুম ইচ্ছে মতো ঘুরে বেড়ায়
মগের মুলুক, জাদুর দেশে।
হঠাৎ যদি ঘুটঘুটে সব বিপদ দ্যাখে,
পালায় তখন হাওয়ায় ভেসে।
বাংলাদেশে লক্ষ্মীছাড়া আঁধার আছে,
তবু দেশের মাটি ভালো।
ভবিষ্যতে জুলুমবাজি, সর্বনাশা
আঁধার ছিঁড়ে জাগবে আলো।