একলা বঁসে ছোট্র ঘরে
শব্দ দিয়ে মালা গাঁথি।
সেই মালারই ঘ্রাণে পরী
হয় যে এসে আমার সাথী।
যখন আমি সতেজ ভোরে
ঘুরে বেড়াই ফুল-বাগানে,
ভ্রমর এসে গান গেয়ে যায়
মধুর সুরে আমার কানে।
আচ্ছা যদি হাওয়ায় ভেসে
হীরার পাখি এসে পড়ে,
তার জন্য ঘর বানাবো
সোনা দিয়ে আমার ঘরে।
সেই পাখিটা গান শোনাবে
ভোরে কিংবা সন্ধ্যা বাতে।
আমরা সবাই সুর মেলাবো
হীরার পাখির গানের সাথে।