আরো কিছু ছড়াগ্রন্থ

হাত

মস্ত বড় থাবার মতো
বাস্‌রে সে কী হাত!
হাতের তলায় চাপা প’ড়ে
হাজার পাখি কাত।
হাতের নিচে পড়ল ঢাকা
সাত শো বাড়ির ছাত।
গাছগাছালি, মানুষ ঢেকে
হাতটা দেখায় দাঁত।