হন্তারক

তবে কি ঘাতক আমি নিষ্করুণ, বিবেকবর্জিত?
অকস্মাৎ বাজপাখি রূপে তার বুক ছিঁড়ে খুঁড়ে
নিভৃতে গা ঢাকা দিই? করেনি সে কোনও অপরাধ,
তবু অন্ধকারে তাকে চঞ্চু আর নখরে বিঁধেছে
অতর্কিতে আমার ভেতরকার বাজপাখি আর
সেই রক্তক্ষণের ভীষণ স্নাত সমপরিমাণে
আমরা দু’জন। তার যন্ত্রণা অধিক বলে আমি
আজ কাঠগড়ায় দাঁড়াই অসঙ্কোচে অবেলায়।

আমাকে ঘাতক বলে এই ঘর, গাছের বাকল,
আকাশের সপ্তর্ষিমগুল আর ডোবার মণ্ডুক
নিমেষে শনাক্ত করে! কবিতার খাতা স্তব্ধ রাতে
হঠাৎ ডুকরে কেঁদে ওঠে আমার দুর্দশা দেখে,
কেননা সে জানে সুনিশ্চিত, আমার দয়িতা আজ
রক্তাক্ত হলেও আমি নিজেই আমার হন্তারক।