সে কোথায়
বালির ওপরে কার তাজা রক্ত? এদিকে ওদিকে
চেয়ে দেখি
কোনো হিংস্ৰ পশু বুঝি বিদ্যুৎ চমকে এসেছিল?
বাতাসে নিষ্পাপ গন্ধ, কেউ নেই, সমস্ত শব্দও
চুপ করে আছে
উড়ন্ত আঁচল যেন নদীটির ঢেউ,
হালকা মেঘের ছায়া
ঈষৎ কিনারে এসে পা ডুবিয়ে আমি
হেঁট মুখে স্থির চেয়ে থাকি
বালির ওপরে কার তাজা রক্ত? এই ছায়াময় দিনে
লুকিয়ে রয়েছে কোন হত্যাকারী? সে কোথায়?