আরো কিছু ছড়াগ্রন্থ

সুর ফুটেছে

সুর ফুটেছে, সুর ফুটেছে
কোন সে পাখির গলায়,
বাবলা গাছের তলায়।

বাবলা-বনের টোপর ছুঁয়ে
তেপান্তরে একটু নুয়ে
সে সুর ঝরে ঝুরঝুরিয়ে
ক্ষীর নদীটির চরায়,
বুড়ো বটের গোড়ায়।

সে সুরেরই চিকন আলো
পাতায় পাতায় ঝলমলাল।
চম্পাবতীর নূপুর হয়ে
মন-জুড়োনো মধুর লয়ে