সাড়ে সাত কোটি মানুষের পাশে
সময় একবারই আসে
এবার সে ফিরে যাবে না
মানুষ মরছে, কোটি কোটি মানুষ
জেগে উঠছে বাংলাদেশে
ভিতু, জ্বরো রুগির মতন
শত্রুর মুখে এখন চিৎকার, প্রলাপ
কামান বন্দুককে উপহাস করে
এগিয়ে যাচ্ছে মুক্তিসেনানী
মূর্খ জল্লাদ, এবার ভাগো!
জেগে উঠেছে বাংলাদেশ
সাড়ে সাত কোটি মানুষের পাশে
আমরাও আছি
আমরাও ওদের পাশে দাঁড়াব
কিছুদিনের জন্য কলম ফেলে রেখে
তুলে নেব তলোয়ার—