সামান্য
আমি তার মুখ চেয়ে সময়ের শূন্যতাকে খুঁজি যে
হেতু আমিও নিঃস্ব, প্রাচুর্যের ভিড়ে
প্রত্যহের দীনতায় ক্ষয়ে যায় সামান্য যা পুঁজি
অন্ধকার খনি গর্ভে শুধু জ্বলে প্রার্থনার হিরে।
স্রোতের ফুলের মতো আকাঙ্ক্ষার ক্ষুর
সারাদিন শত কাজে বারে বারে ছুঁয়ে যায় প্রাণ
যদিও স্মরণে তার মূল নেই, একান্ত সুদূর
যে ফুল শুকিয়ে গেছে, যেন তার ভুলে যাওয়া ঘ্রাণ।
আমি তার মুখ চেয়ে সময়ের শূন্যতাকে খুঁজি
আমি তার দুই চোখে দূরান্তের দৃষ্টি হতে চাই
শেষ করে দিয়ে যাব কৃপণের সামান্য যা পুঁজি
যখন পরম প্রাপ্তি, তখনই তো নিজেকে হারাই!