ওল্ড টেস্টামেন্ট
নিউ টেস্টামেন্ট
1 of 2

সামসঙ্গীত ০৮৬

১ আমি একজন দীন, অসহায় মানুষ। প্রভু আমার কথা দয়া করে শুনুন এবং আমার প্রার্থনার উত্তর দিন।
২ প্রভু, আমি আপনার অনুগামী। অনুগ্রহ করে আমায় রক্ষা করুন! আমি আপনার দাস, আপনি আমার ঈশ্বর। আমি আপনাতে বিশ্বাস করি, তাই আমায় রক্ষা করুন।
৩ হে আমার প্রভু, আমার প্রতি সদয় হোন। সারাদিন ধরে আমি আপনার দাস। তাই আমায় সুখী করুন।
৪ প্রভু, আমার জীবন আমি আপনার হাতে দিলাম। আমি আপনার দাস। তাই আমায় সুখী করুন।
৫ প্রভু, আপনি মঙ্গলময় এবং করুণাময়। আপনার লোকেরা সাহায্যের জন্য আপনাকে ডাকে। প্রকৃতই আপনি ওই সব লোককে ভালোবাসেন।
৬ প্রভু, আমার প্রার্থনা শুনুন। করুণার জন্য আমার প্রার্থনা শুনুন।
৭ প্রভু, আমার সঙ্কটের সময়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি। আমি জানি আপনি আমায় উত্তর দেবেন!
৮ ঈশ্বর, আপনার মত কেউই নেই। আপনি যা করেছেন তা আর কেউ করতে পারবে না।
৯ প্রভু, আপনিই প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন। ওরা সবাই য়েন এসে আপনার উপাসনা করে। ওদের সকলে য়েন আপনার নামের সম্মান করে।
১০ ঈশ্বর, আপনি মহান! আপনি আশ্চর্য়্য় কার্য়্য় করেন! আপনি একমাত্র আপনিই ঈশ্বর!
১১ প্রভু, আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন এবং আমি আপনার সত্য পথ অবলম্বন করে বেঁচে থাকবো। আপনার উপাসনা করাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করতে আমায় সাহায্য করুন।
১২ ঈশ্বর, প্রভু আমার, আমার সকল অন্তর দিয়ে আমি আপনার প্রশংসা করি। চিরদিন আমি আপনার নামের সম্মান করবো!
১৩ ঈশ্বর আপনি আমার জন্য কত মহান ভালোবাসা প্রদর্শন করেছেন এবং মৃত্যুর হাত থেকে আমায় রক্ষা করেছেন।
১৪ ঈশ্বর, অহঙ্কারী লোকরা আমায় আক্রমণ করছে। একদল নৃশংস লোক আমায় হত্যার চেষ্টা করছে। ওই সব লোক আপনাকে সম্মান করে না।
১৫ প্রভু, আপনি দয়াময় ও করুণাময় ঈশ্বর। আপনি ধৈর্য়্য়শীল, বিশ্বস্ত এবং প্রেমে পরিপূর্ণ।
১৬ ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং দেখান য়ে আপনি আমার কথা শুনেছেন। আমি আপনার দাস, আমায় শক্তি দিন। আমি আপনার দাস, আমায় রক্ষা করুন!
১৭ ঈশ্বর, আপনি য়ে আমায় সাহায্য করবেন তা প্রদর্শন করে আমায় একটা চিহ্ন দিন। আমার শত্রুরা সেই চিহ্ন দেখবে এবং ওরা হতাশ হবে। সেটা প্রমাণ করবে য়ে আপনি আমার প্রার্থনা শুনেছেন এবং আপনি আমাকে সাহায্য করবেন।