ওল্ড টেস্টামেন্ট
নিউ টেস্টামেন্ট
1 of 2

সামসঙ্গীত ০৮২

১ ঈশ্বর দেবতাদের মণ্ডলীতেদাঁড়ান। দেবতাদের সেই সভায তিনিই ছিলেন বিচারক।
২ ঈশ্বর বলেন, “কতদিন তোমরা অন্যায়ভাবে লোকের বিচার করবে? আর কতদিন তোমরা দুষ্ট লোকদের শাস্তি না দিয়ে ছেড়ে দেবে?”
৩ “দরিদ্র লোকদের এবং অনাথদের বিচার কর। ওই সব দরিদ্র লোকদের অধিকারকে রক্ষা কর।
৪ ওই সব অসহায় ও দরিদ্রদের সাহায্য কর। দুষ্ট লোকদের থেকে ওদের রক্ষা কর।
৫ “কে ঘটে চলেছে তা ওরা জানে না। ওরা বোঝে না! ওরা য়ে কি করছে তা ওরা জানে না, ওদের চারপাশে ওদের পৃথিবী ভেঙে পড়েছে!”
৬ আমি ঈশ্বর বলছি, “তোমরা দেবতা। তোমরা পরাত্‌পরের সন্তানগণ।
৭ য়েমন ভাবে সাধারণ মানুষ অবশ্যই মরে, তোমরাও সেই ভাবেই মারা যাবে।”
৮ ঈশ্বর, আপনি উঠুন! আপনিই বিচারক হন! ঈশ্বর, সব জাতির ওপরে আপনিই নেতা হন!