আমাকে পেছনে টেনে নিতে
চায় কারো? রাতে না ঘুমিয়ে ভোরবেলা
সামনে এগিয়ে যেতে না যেতেই, এ কি!
হঠাৎ পেছন থেকে কারা যেন টেনে
ধরে খুব জোড়ে মুখ থুবড়ে পড়ার
নির্ঘাৎ আশঙ্কা থেকে রক্ষা পাওয়া ভার।
পেছনের দিকে দৃষ্টি না দিয়েই দ্রুত
হেঁটে যেতে থাকি সামনের দিকে। বিদঘুটে কিছু
শব্দ কানে আসে ক্রমাগত, যেন সেই
আওয়াজ ভীষণ হিংস্র কুকুরের মতো
কামড়াতে বেজায় মরিয়া হয়ে ওঠে। আমি চোখে
রোদমাখা শূন্যে শত তারা দেখে ফেলি!
হাঁপাতে হাঁপাতে এক জলাশয়ের নিকটে এসে
যেন স্বস্তি পাই আর এসে পড়ি ঢের পাতাময়
একটি গাছের নিচে। প্রায়
ঘুমের নিঝুম আলিঙ্গনে আত্মসমর্পণ করে
অতিদূর মেঘে ভেসে যেতে থাকি আর
অপরূপ ক’টি পাখি কী মধুর গান গেয়ে যায়।
কিন্তু এ কী? আমিতো দাঁড়িয়ে আছি ঠিক
আগের জায়গাতেই। নড়িনি, চড়িনি
এক চুলও, ছুটে আমি যাইনি কোথাও।
ভোরবেলাকার সেই একই দৃশ্যাবলি
প্রস্ফুটিত, ছলছলমান হ্রদের রুপালি জলে
সানন্দে সাঁতার কাটে কয়েকটি হাঁস উপদ্রবহীনতায়।