সমর্পণ
ফিরে এলাম, হে নিৰ্ভয়, তোমার চোখে শান্তি
এখানে এই কিশোর তৃণ, ধূলিতে গড়া স্বর্গে–
সামান্যের মায়ায় আমি নিজেকে দেবো অৰ্ঘ্য ;
সেই আমার ভালোবাসার, প্ৰাণের সংক্রান্তি ।
ঘুমের দেশ ছেড়ে এলাম তোমার মহারাজ্যে
তোমার চোখ আলোকময়, মুছে দিলাম ক্লান্তি,
দুহাতে ছিঁড়ে মুহূর্তের কত না ফুল সাজ যে
ফিরে এলাম হে নিৰ্ভয়, তোমার চোখে শান্তি ।
বাতাসহীন অরণ্যের জীবন নিঃশব্দ
সাগর-ঢেউ যৌবনের মিথ্যে দুরাকাঙক্ষা—
আত্রা মতো চক্ষে জ্বালে বিচ্ছেদের শঙ্কা,
অকস্মাৎ তোমাকে পাই যেন আকাশলব্ধ ।
তোমার হাতে তুলা দিলাম এওদিনের ক্লান্তি
এবার পাবো দিনের স্বাদ রাতের হিমম্পর্শ
আমাকে দাও দুঃখ, দাও দুঃখময় হর্ষ
তোমাকে জানি, হে নিৰ্ভয়, তোমার চোখে শান্তি ।