আরো কিছু ছড়াগ্রন্থ

সবার মনেই খেলাঘর

আছে, আছে, আছে,
সবার মনেই একটি মজার
খেলাঘর আছে।

আমাদের এই
খেলাঘরে, ওহো, তারার সঙ্গে,
চাঁদের সঙ্গে ছড়ার ছন্দে
নীল পরী নাচে।

আসে, আসে, আসে,
অনেক কিছুই মনের কোঠায়
রাঙা সাজে আসে।

স্বপ্নরা সব ওহো
সাঁতরে বেড়ায় এদিক সেদিক,
নানা রঙে ভাসে।

আরে আরে আরে
আমাদের এই মনের শহর
প্রতিদিনই বাড়ে।

দোলনায় দোলে শিশু,
নানান খেলনা, পুতুলের মেলা
শিশুদের-মন কাড়ে।

জাগে, জাগে, জাগে,
যারা বামে হাঁটে, রোশনি ছড়ায়,
তারা জাগে আগে।

আগে, আগে, আগে,
আলোর ঝর্ণা ভালবাসে যারা,
তাদের মধুর হাসির ছটায়
কালো ছায়া ভাগে।