গল্প
উপন্যাস
পরিশিষ্ট

সংযোজন : প্রাচীন শব্দের অর্থ

প্রাচীন শব্দের অর্থ

অষ্টশীল— বৌদ্ধধর্মের গৃহীদের জন্য পালনীয় অষ্টবিধ নীতি। Eight Commandments : চুরি করিবে না; জীবহত্যা করিবে না, ইত্যাদি।

অর্হৎ— যিনি বৌদ্ধ সাধনায় সিদ্ধিলাভ করিয়াছেন; সিদ্ধ পুরুষ।

ইন্দ্রকীলক— হুড়কা।

ইন্দ্রকোষ— দুর্গপ্রাকারের উপর একপ্রকারের স্তম্ভ। ভিতর হইতে তীর মারিবার জন্য ইহার গায়ে ছিদ্র থাকিত।

ঔদকদুর্গ— নদীর মোহানায় বা জলবেষ্টিত স্থানে নির্মিত পরিখাযুক্ত দুর্গ।

কঞ্চুকী— রাজ-অন্তঃপুরের রক্ষক।

কুলিক— শিল্পী বা শ্রমিকদের মধ্যে প্রধান ব্যক্তি (foreman)।

ক্ষত্রপ— রাজপ্রতিনিধি (satrap)।

গুল্ম— ছোট ছোট সেনানিবাস, ঘাঁটি।

গোষ্ঠীসমবায়— জ্ঞাতিদের সম্মেলন।

জয়স্কন্ধাবার— কোন দেশ জয় করিবার পর সেই দেশে স্থাপিত তাৎকালিক সামরিক রাজধানী।

ত্রি-শরণ— ‘বুদ্ধং শরণং গচ্ছামি’ ইত্যাদি মন্ত্র।

ধর্মচক্র— বৌদ্ধ ধর্মারম্ভের চিহ্ন।

নবপত্রিকা— প্রস্তর শিল্প।

পট্টমহাদেবী— পাটরানী।

পত্রচ্ছেদ্য— দেহে চন্দন-কুঙ্কুম প্রভৃতি দ্বারা চিত্র অঙ্কন; প্রসাধনের অঙ্গ।

পরমভট্টারিকা— রানী বা রাজকুলোদ্ভবা মহিলার সম্ভ্রমসূচক আখ্যা।

পরিব্রাজিকা— রাজ-অবরোধের নারী অধ্যক্ষ।

মাৎস্যন্যায়— রাষ্ট্রবিল্পব; অরাজকতা।

লৌহজালিকা— লোহার জাল দিয়া তৈয়ারি অঙ্গত্রাণ (chainmail)।

শ্রেণী— কর্মিক-সমবায়।

সমাপানক— মজলিস, যেখানে বসিয়া সকলে সুরাপান করিত।

সংঘাটি— ভিক্ষুর পরিধেয় তিনটি বস্ত্রখণ্ডের একটি; কটিবাস।

সংবাহক— যে ভৃত্য হাত-পা টিপিয়া দেয়।

সান্ধিবিগ্রহিক— সমরসচিব।

হস্তিনখ— বুরুজ (bastion)।