শেষ হবার নয়

বুঝেছ বাছাধন আছে সবই আমাদের আছ ঠগ
চোর ছ্যাঁচোড় পেটমোটা বাটপাড়
ঘোল খাওয়ানো ঠিকাদার দুঁদে
বদমাশ খুদে শয়তান বড় মাপের ইবলিস জাঁহাবাজ
মাস্তান ধান্দাবাজ বিপ্লবী আলখাল্লার
আড়ালে কাঠামোল্লা তল্লিবাহক কবি

কী নেই আমাদের আছে রঙ বেরঙের
লোভনীয় মন্ড ভন্ড পীর
আছে গলা-ফোলা ব্যাঙের মতো
ভাড়াটে স্তাবক তুখোড় নিন্দুক ঘুষখোর
আমলা মহাজনের সিন্দুক
সামনে মুখ করে প্রবল পিছনে হাঁটার নসিহৎ খয়রাতের
বাতাসা প্রাগৈতিহাসিক গুহা
অন্ধকারসদৃশ হতাশা আছে আরো আছে

আছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস
দেশ ডোবানো বন্যা প্রাণ-কাঁদানো হাহাকার
আর উড়ে-আসা ত্রাণ সামগ্রী
মহামারীবৎ দুর্নীতি নকল দ্রোহ
মুমূর্ষ অর্থনীতি দারুণ ব্যবসায়ী লম্পট নিগ্রহপরায়ণ
ঠান্ডা মাথার খুনী শূন্য-কলস বিগ্রহ ঘূণে ধরা
গুণী নিশ্চরিত্র বুদ্ধিজীবী রাস্তার মোড়ে
মোড়ে উই ঢিবি

বলতে ভারি আহ্লাদ হচ্ছে এই সবকিছুই
অতিশয় উদ্বৃত্ত রপ্তানীযোগ্য ছোটখাটো
হত্যাযজ্ঞ আছে তাছাড়া আছে
বাছা-বাছা ব্যক্তিদের বেশুমার টাকা
ধার দেওয়ার ব্যাঙ্ক স্বদেশেরই মানুষ মারার এল-এম-জি
এস-এল-আর বোমারু বিমান ঝকঝকে ট্যাংক আছে
ইয়া শানদার সব পদক আরো
আছে ফর্দ শেষ হবার নয়
২৪।৬।৯০