শেবামণি ভাবছে বসে
কোথায় সে দ্বীপ বিরানা?
কোন ঠিকানায় লিখলে চিঠি
পাবে দ্বীপের ঠিকানা?
হলদে পাখি বলল ওকে-
সত্যি বলি, মিছা না;
সাত সমুদ্র তের নদীর
মাঝে দ্বীপের নিশানা।
হঠাৎ শেবা পেয়ে গেল
পাখির ঠোঁটে ঠিকানা,
বড় আপুর টিপের মতো
দ্বীপ যে চেনা বিছানা।