শেক্‌স্পীয়ারের নাটক পড়িয়া

শেক্‌স্পীয়ারের নাটক পড়িয়া
পাঠক বলিল–ধন্য ধন্য ।
পণ্ডিত কহে—সবুর করহ,
শোধন করিব ত্রুটি অগণ্য।
যষ্টি তুলিয়া বলে সুধীজন—
কি আস্পর্ধা ওরে জঘন্য !!

স্টিফেনসনের রেলগাড়ি চড়ে
যাত্রী বলিল—কি আশ্চর্য !
মিস্ত্রী বলিল— আছে ঢের দোষ,
সারিব সে সব, ধরহ ধৈর্য।
ধনী জন কহে—লেগে যাও দাদা,
যত টাকা লাগে দিতেছি কর্জ ৷৷ 

২৯/৮/৮০